Geo bag type and quality Thumbnail #geotextile

জিও ব্যাগ বা জিও বস্তা হলো সমুদ্র, নদী বা পুকুরের পাড় ভাঙ্গন রোধের একমাত্র বিকল্প। যেকোনো ধরণের মাটি ক্ষয় রোধে জিও ব্যাগ / বস্তা বা জিও সিট ব্যবহার করা যায়। পাড় একটু ঢালু করে একটার পর একটা বস্তা বালি ভরাট করে দিয়ে এই মাটি ক্ষয় আটকানো যায়। তাছাড়া যদি আগে জিও সিট বিছিয়ে তার উপর জিও ব্যাগ দেয়া হয় তাহলে এর স্থায়িত্বকাল প্রায় তিন গুন্ বেড়ে যায়।
এই জিও সিট বা ফেব্রিক সাধারণত ২ ধরণের হয়। একটা হলো Polypropylene বা PP আরেকটি হলো Polyester বা PSF
এই সিট গুলো বিভিন্ন GSM এর হয়। আর এই GSM যত বেশি হবে সিট টোটো মোটা ও টেকসই হবে।

আনুমানিক স্থায়ীত্ত কাল (জিও ব্যাগ PSF)
২০০ জি এস এম = ১ থেকে ৩ বছর।
৩০০ জি এস এম = ২ থেকে ৫ বছর।
৪০০ জি এস এম = ৪ থেকে ৭ বছর।
৫০০ জি এস এম = ৬ থেকে ১০ বছর।
৬০০ জি এস এম = ১০ থেকে ১৫ বছর।

PP এর আনুমানিক স্থায়ীত্ত কাল PSF এর চেয়ে ৩ গুণ বেশি যাবে।

জিও ব্যাগ / বস্তা বা জিও জিও টেক্সটাইল সংক্রান্ত যেকোনো বিষয়ে জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

#GeoBag #GeoBosta #GeoFabric #GeoSheet #GeoRoll #GeoTextile #GeoGrowBag #GeoGardeningBag #SirajTech

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top