জিও ব্যাগ/বস্তা তৈরি করা হয় উন্নতমানের জিও ফেব্রিক/সিট দ্বারা। যা বছরের পর বছর পানির মধ্যে টিকে থাকে। সমুদ্র, নদী বা পুকুরের পাড় ভাঙ্গন রোধে এই বস্তা গুলো বালি দ্বারা ভরাট করে ব্যবহার করা হয়। এই ফেব্রিক গুলো একাধিক GSM এর হয় আর GSM যত বেশি হবে সিট ততো মোটা ও টেকসই হবে। তাছাড়া এগুলো PSF ও PP এই দুই কোয়ালিটির হয়।