জিও ফেব্রিক ও হার্ড ফেল্ট ফেব্রিক এর মধ্যে পার্থক্য হলো যে, হার্ড ফেলত ফেব্রিক বিশেষ ভাবে মজমুত করে তৈরী করা। একই উপাদান দিয়ে তৈরী এই দুই ফেব্রিক ভিন্ন ভিন্ন কাজের জন্যে ব্যবহার হয়।
জিও ফেব্রিক দ্বারা সমুদ্র, নদী বা পুকুরের পাড় বাঁধানো হয়। পাড় সামান্য ঢালু করে এই জিও ফেব্রিক বা সিট বিছিয়ে দেয়া হয়। তারপর এই সিট দ্বারা বানানো ব্যাগ/বস্তা বালি ভরাট করে সাজিয়ে দেয়া হয়।
হার্ড ফেল্ট ফেব্রিক দিয়ে আমরা সাধারণত জিও গ্রো ব্যাগ অর্থাৎ গাছ লাগানোর ব্যাগ তৈরী করি। এই ব্যাগ গুলো অটোমেটিক অতিরিক্ত পানি বের করে দেয়, ফলে গাছের শেকড় পঁচে যাওয়ার সম্ভাবনা থাকেনা।
উল্লেখ্য, একই GSM এর জিও ফেব্রিক ও হার্ড ফেল্ট ফেব্রিক এর পুরুত্ব আলাদা হবে।
#GeoFabric #HardFeltFabric #GeoTxtile #GeoSheet #GeoRoll #SirajTech