Geo Sheet and geo bag Geo Textile

Geo Sheet and geo bag Geo Textile

Non Woven Geo Bags – জিও টেক্সটাইল প্রোডাক্ট মূলত পলিস্টার, পলিপ্রপিলিন, পলিঅ্যামাইড দিয়ে তৈরি করা হয়। জিও টেক এর সবচেয়ে বেশি ব্যবহার হয় সিভিল / কনস্ট্রাকশনের কাজে। এতে মাটির বৈশিষ্ট্য পরিবর্তন করে দূর্বল ও অকার্যকর জায়গায় ভবন নির্মাণ এর উপযোগি করে তুলে।

জিও টেক্সটাইল ব্যাগ, যা সাধারনত সমুদ্র, নদী ও পুকুরের পাড় ভাঙ্গন রোধ করতে ব্যবহৃত হয়ে থাকে। GSM এর উপর ভিত্তি করে এর দাম নির্ধারণ হয়ে থাকে।

GSM কি?
GSM = grams per square metre, মানে হচ্ছে প্রতি ১ মিটার স্কয়ারে যে মান পায়া যাবে তাকে GSM বলে। ১ মিটার স্কয়ার শীটের ওজন যদি ২০০ গ্রাম হয় , তাহলে তাকে ২০০ জি, এস , এম বলা হবে, ওজন যত বাড়বে এর থিকনেস ও ( মোটা ) তত বাড়বে।

নন ওভেন জিও টেক্সটাইল দুই ধরনের হয়ে থাকে। ( Non Woven Geo Bags )

PP: polypropylene staple fiber
PSF: polyester staple fiber Sheet

সহজ কোথায় বলা যায়, PP অন্যতমানের ফেব্রিক , যা নতুন প্লাস্টিক থেকে বানানো হয়।
আর PSF পুরাতন প্লাস্টিক থেকে বানানো হয়।

পিপি = ৫০ থেকে ১০০ বছর পর্যন্ত ব্যবহার করা যায়।
পি,এস,এফ= ১৫ থেকে ৩০ বছর পর্যন্ত ব্যবহার করা যায়।
Pp 50-100 years
PSF 15 to 30 years
100% PP and PSF

#GeoFabric #GeoRoll #GeoSheet #FeoTextile #GeoBag #GeoGrowBag #Trending

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top